কুকুরকাণ্ডডেস্ক নিউজ :: দুই চালককে সাজা দেয়ার প্রতিবাদে দেশব্যাপী পরিবহনশ্রমিকদের হঠাত্ ধর্মঘটে বিপর্যস্ত জনজীবন। গ্যাসের দাম নিয়ে চলছে হরতাল। হাইকোর্ট থেকে আসছে স্থগিতাদেশ। বলতে গেলে, দেশজুড়ে বেশ উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। অথচ এসব ছাপিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে ‘কুকুরকাণ্ড’!
বিশেষ করে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, রাজধানীর শাহবাগে পুলিশ একজন মেয়ে হরতাল সমর্থককে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে একটি কুকুর। যা ফেসবুক ব্যবহারকারীদের বেশ নাড়া দিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছবিটি ক্যামেরাবন্দী করেছেন ফটো সাংবাদিক রেহমান আসাদ। এ বিষয়ে তিনি বলছিলেন, আমি দেখলাম পুলিশ যখন মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন কুকুরটা এসে মেয়েটার ওড়না ধরে টানছে। শেষমেষ ওই হরতাল সমর্থককে পুলিশ আটক করেনি বলে জানতে পেরেছি।
কুকুরটি পোষা ছিল কি না? এমন প্রশ্নের উত্তরে ওই ফটো সাংবাদিক জানান, আমার মনে হয়েছে মেয়েটি পুলিশের চেয়ে কুকুরকেই বেশি ভয় পাচ্ছিল। এটা পোষা কুকুর ছিল না।
অবশ্য এমন ঘটনাকে কাকতালীয় বলেই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার। কারণ পুলিশ ও কুকুরের টানাটানির মাঝে থাকা নারী তিনি নিজেই। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসলে গোটা ব্যাপারটি কাকতালীয়। ও আমার পোষা কুকুরও নয় যে আমাকে রক্ষা করতে আসবে। আদতে কী জন্য এমন করেছে তা তো আর আমার বোঝার কথা না।’
ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে আসাদ রেহমান লিখেছেন, ‘২০১৭ সালে তোলা আমার শ্রেষ্ঠ ছবি।’
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here