শিরিন লষ্কর
শিরিন লষ্কর

স্টাফ রিপোর্টার :: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিগত কোন সরকার নারীদের উন্নয়নে এত কাজ করেনি। শেখ হাসিনার নেতৃত্বে আমরাও মাঠ পর্যায়ে নারীদেরকে আত্বনির্ভরশীল করতে কাজ করে যাচ্ছি। দীর্ঘ সময়ের কাজের অভিজ্ঞতা নিয়ে আগামীতে জনপ্রতিনিধি হয়ে কাজ করতে চাই।’

এভাবেই মনের কথাগুলো বলছিলেন ঝালকাঠী জেলা যুব মহিলালীগের সভাপতি ও স্থানীয় সমাজকর্মী শিরিন লষ্কর।

বুধবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেওড়াপাড়ায় ইউনাইটেড নিউজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বর্তমান সরকার তরুনদের মন্ত্রীত্ব করে দিয়ে একটি নতুনমাত্রা যোগ করেছে। তবে তাদের পাশাপাশি মন্ত্রী পরিষদে প্রবীন রাজনীতিবিদদেরও রাখা প্রয়োজন ছিল।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী হিসেবে গত বছর ঝালকাঠী জেলা ও উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরষ্কার বিজয়ী শিরিন লষ্কর আরো বলেন, ‘সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠীকে মডেল জেলা হিসেবে পরিনত করেছেন। এখানে একটি বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠা করেছেন তিনি। যার মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।’

‘স্বদেশ আর্থ সামাজিক নারী উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান শিরিন লষ্কর আরো বলেন, ‘সরকার নারী শিক্ষা উন্নয়নে ও নারীদেরকে স্বাবলম্বী করতে সব ধরনের প্রষ্টা অব্যাহত রেখেছে। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে তাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here