আইইউবিএটিতে ক্যাডকোরের সফটওয়্যার ইউজড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কর্মশালা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার :: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)তে বুধবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্কশপ অন ‘প্রফেশনাল সফটওয়্যার ইউজড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’।

ক্যাডকোর ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টারের সহযোগীতায় আইইউবিএটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়ার্কশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মনিরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যাডকোর লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাছনাইন আহমেদ।

হাছনাইন আহমেদ তাঁর বক্তৃতায় সিভিল ইঞ্জিনিয়ারদের ব্যবহৃত প্রধান প্রধান কিছু সফটওয়্যার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। প্রফেশনাল লাইফে সিভিল ইঞ্জিনিয়াররা কি কি সফটওয়্যার ব্যবহার করে এবং সেগুলো ব্যবহারের গুরুত্ব কি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সফটওয়্যার শিখার ব্যপারে সকলকে উৎসাহিত করেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ক্যাড কোরের ডিরেক্টর মোঃ আমিনুল ইসলাম শাওন এবং বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ মাহ্ফুজুর রহমান, সরদার মোহাম্মদ ইয়াহিয়াসহ শিক্ষার্থীরা।

সার্টিফিকেট বিতরণের মাধ্যমে ওয়ার্কশালার সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here