অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, উচ্চ মূল্যস্ফিতির জন্য বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে। তিনি এ অবস্থার জন্য আন্তর্জাতিক মূল্যস্ফিতিকেই বেশি দায়ী বলে মনে করেন।

সোমবার রাজধানীর সোনাগাঁও হোটেলে চার দিনব্যাপি আঞ্চলিক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঠিকসই এবং ভারসাম্য উন্নয়নে নীতি সহায়তা ও করণীয়তে ‘মূল্যস্ফিতি নির্ধারণ’ শীর্ষক চার দিনব্যাপি এ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে সহায়তা করছে জাতিসংঘের ইএসসিএপি কর্মসূচি। কর্মশালায় ২৭টি দেশ অংশগ্রহণ করছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের সময় মূল্যস্ফিতি এক অংকে রাখার কথা বলা হয়েছিল। কিন্তু মূল্যস্ফিতিকে এক অংকে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য আমাদের মূদ্রা ও আর্থিকনীতিতে আরও সমন্বয় দরকার।

অর্থমন্ত্রী ভর্তুকির কথা উল্লেখ করে বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে দেশে ভর্তুকির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে।

জ্বালানি তেলের মূল্য দেড়িতে সমন্বয় করা হয়েছে তবে ভর্তুকির কারণে জাতীয় উৎপাদন বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে অবদান রাখবে বলে তার ধারনা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here