অর্থনীতিতে নোবেল পেলেন জঁ তিরোলনিউজ ডেস্ক :: নোবেল শান্তি পুরস্কারের পর এবার ঘোষিত হল অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম। এ বছর এই সম্মানে ভূষিত হলেন ফরাসি অর্থনীতিবিদ জঁ তিরোল।

বড় সংস্থার একচেটিয়া কর্তৃত্ব নিয়ন্ত্রণের পথ দেখিয়েছে তিরোলের কাজ। সেই কারণেই তাঁকে সম্মানিত করা হল বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। ফ্রান্সের তৌলুস স্কুল অফ ইকনমিক্সে অধ্যাপনা করেন তিরোল।

অর্থনীতিতে এ পর্যন্ত যাঁরা নোবেল পেয়েছেন তিরোল তাঁদের মধ্যে কনিষ্ঠতম। ১৯৫৩ সালের ৯ অগাস্ট জন্ম তিরোলের। ৬১ বছর বয়সে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি। ফ্রান্সের তোউলুস ইউনিভার্সিটির অধ্যাপক জঁ তিরোল।

তোউলুস স্কুল অফ ইকনমিক্সের জঁ-জ্যাকস ল্যাফন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান তিরোল। তোউলুসের ইন্ডাস্ট্রিয়াল ইকনমিক্স ইন্সটিটিউটের সায়ন্টিফক ডিরেক্টর ও ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির প্রতিষ্ঠাতা তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here