তাজিন আহমেদ

স্টাফ রিপোর্টার :: হৃদরোগে আক্রান্ত হয়ে টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নূর হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় অভিনেত্রীকে। পরে বিকেল ৪টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায় হলেও শৈশব-কৈশোর কেটেছে পাবনায়। ১৯৯৬ সালে বিটিভিতে প্রচারিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সংবাদপত্রেও কাজ করেছিলেন তাজিন।

মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের হাত ধরেই অভিনয়জগতে প্রবেশ তাজিনের।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here