অপহৃত ৩ যুবকে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলনআল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির মাইসছড়িতে গাছ কিনতে গিয়ে ট্রাক চালক,ব্যবসায়ীসহ অপহৃত ৩ যুবকে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে অপহৃতদের পরিবার ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাদের অক্ষত উদ্ধারের দাবীতে আগামী রবিবার পর্যন্ত ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ প্রশাসন অপহৃতদের উদ্ধারে ব্যর্থ হলে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, অপহৃত বাহার মিয়ার স্ত্রী তোহোরা বেগম,সালা উদ্দিনের ছোট ভাই নুর উদ্দিন,মহরম আলীর ভগ্নিপতি দোলোয়ার হোসেন, পিবিসিপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম,মাটিরাঙ্গা উপজেলা সভাপতি রবিউল হোসেন,পৌর সভাপতি জালাল আহম্মদ প্রমূখ।

সংবাদ সম্মেলন অপহৃতদের পরিবার অভিযোগ করেন, অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপণ দেওয়ার পরও এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি। অপহৃতদের অক্ষতাবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তাদের পরিবার।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙা উপজেলার তিন যুবক। নিখোঁজের ৫দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here