খুলনা বিভাগীয় পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে রোববার সকাল ৯টা থেকে মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এসব প্রতিষ্ঠানের কমিশন এবং পরিবহন ভাড়া বৃদ্ধির দাবিতে মেহেরপুরসহ খুলনা বিভাগের ১০টি জেলার পাশাপাশি বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫ জেলার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট শুরু করেছে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি নুর হোসেন আঙ্গুর।

তিনি বলেন, রবিবার সকালে জেলা থেকে কোন ট্রাংক লরি ডিপোতে তেল উত্তোলনের জন্য যায়নি। সরকার দাবি না মানলে আগামিকাল সকাল থেকে তেল বিক্রি সমপূর্ণরুপে বন্ধ করা হবে। ধর্মঘট অব্যহত থাকলে আগামিকাল থেকে জেলার সকল পাম্বে তেল ফুরিয়ে যাবে। ফলে সেচ মরসুমের শুরুতে ডাকা এ ধর্মঘট অব্যাহত থাকলে মেহেরপুর জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিতে পারে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রামজি আহসান/মেহেরপুর

 

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here