চলমান নিউজিল্যান্ড সিরিজে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াস হয়েছে বাংলাদেশ দল। দলের এ পরাজয় মেনে নিতে না পেরে অবসরের যাচ্ছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। গত কয়দিন ধরে মিডিয়া পাড়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এমন গুজব বেশ সরব।

গতকাল বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানান, ‘সকাল থেকে মাশরাফির অবসর নিয়ে যেসব কথা উঠেছে তার কোনো ভিত্তি নেই। তার সঙ্গে আমার যে সম্পর্ক তাতে এমন সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই সে আমার সঙ্গে কথা বলে নেবে।’

তিনি বলেন, ‘আজ (গতকাল সোমবার) সকালেও তার সঙ্গে আমার কথা হয়েছে। নিউজিল্যান্ডে ম্যাচের আগে অবসর নিয়ে কোনো কথা হয়নি তার সঙ্গে। যেটা রটেছে তা সম্পূর্ণই গুজব।’

মাশরাফি যতদিন ফিট থাকবে ততদিনই খেলে যাবেন বলে মনে করেন পাপন। শুধু তাই নয়, ম্যাশের নেতৃত্ব নিয়েও সংশয় নেই বিসিবি প্রধানের।

তবে মাশরাফির পর অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন সাকিব, তামিম এবং মাহমুদউল্লাহ। এমনটা জানিয়ে বিসিবির প্রধান এ কর্মকর্তা।

মাশরাফি যতদিন ফিট থাকবে, ততদিন খেলবে। এমনকি তার নেতৃত্ব নিয়েও কোনো সংশয় নেই। মাশরাফির পর সাকিব আর তামিম আমাদের দলপতির তালিকায় এগিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদও বেশ ভালো অধিনায়ক। সেও আমাদের চিন্তাতে থাকবে। বলে জানান পাপন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here