ঢাকা: অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আরও দুই জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ট্রাকচালক নজরুল ইসলাম (৩০) ও হেলপার মজিদুল হক (৩৫)।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর সিরাজগঞ্জ বাইনাগাতী ৬ নম্বর ব্রিজের সামনে অবরোধকারীরা একটি মালবাহী ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে ওই সময় তিনজন অগ্নিদগ্ধ হন। এর মধ্যে মজিদুল হক (৩৫) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে বার্ন ইউনিটে মারা যান।

তার বোন সুমি আক্তার জানান, মজিদুলের বাবার নাম ইসহাক। তাদের গ্রামের বাড়ি নওগাঁর উল্লাসপুর। ঢামেকে ভর্তি হওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

এদিকে গত ২৩ ডিসেম্বর টাঙ্গাইল শফিপুর এলাকায় অবরোধকারীদের ছুড়া পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক নজরুল (৩০) একই সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here