ঢাকা: গণপ্রতিনিধিত্ব আদেশে ‘না’ ভোটের বিধান সংযোজনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। আইনজীবী ব্যারিস্টার মো. শাহরিয়ার মজিদ ও এডভোকেট রোকনউদ্দিন মো. ফারুক গত ১৭ই নভেম্বর এ রিট আবেদন করেন।

রিটে বলা হয়, বৃটেন, যুক্তরাষ্ট্র, স্পেন, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশে ‘না’ ভোটের বিধান রয়েছে। এমনকি বাংলাদেশেও সর্বশেষ সংসদীয় নির্বাচনে ‘না’ ভোটের বিধান ছিল। কিন্তু পরে এটি বাদ দেয়া হয়।

মত প্রকাশের স্বাধীনতার নিশ্চিত করার জন্যই না ভোটের বিধান থাকা প্রয়োজন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here