২০ তরুণ নারী উদ্যোক্তাদের সাথে দর্পণের চুক্তি স্বাক্ষরিতঢাকা :: বাংলাদেশের দেশীয় পণ্যের প্রথম ডিজিটাল মার্কেটপ্লেস দর্পণ- ফেসবুকের অন্যতম মহিলা উদ্যোক্তাদের নিয়ে তৈরি গ্রুপ ফিমেইল অনট্রোপ্রোউনার সোসাইটির (ফিম্নেনসো) সহযোগিতায় গত ২৪ নভেম্বর ধানমন্ডির আরাজ কনভেনশন হলে আয়োজন করে এক ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের।

যেখানে বিভিন্ন রকমের ২০ জন সৃজনশীল মহিলা উদ্যোক্তা দর্পণের প্লাটফর্মে যোগদান করেন।

দর্পণের প্লাটফর্মে এই ২০ জন সৃজনশীল মহিলা উদ্যোক্তারা তাদের ডিজিটাল দোকানসমূহ স্থাপন থেকে শুরু করে পণ্য প্রদর্শন, সঠিক মূল্য নির্ধারণ, তাদের পণ্যের প্রমোশন, বিক্রি এবং সবশেষে ক্রেতাদের কাছে তাদের পণ্য পৌছে দিতে সক্ষম হবে।

দর্পণের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কার্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ খান ও ফিম্নেনসোর প্রতিষ্ঠাতা পৌশী যামী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ও চুুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান পরিচালনা করে দর্পণের মূল উদ্দেশ্য বিস্তারিতভাবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে দর্পণের ও ফিম্নেনসোর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।– প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here