15943_1অ্যান্ড্রয়েড ফোনটা কিছুতেই খুঁজে পাচ্ছেন না, সঙ্গে অন্য ফোনও নেই যে মিসড কল করবেন৷ অগত্যা? উপায় বার করেছে গুগল৷ ডেস্টটপে বসে গুগল সার্চে গিয়ে টাইপ করুন ফাইন্ড মাই ফোন৷ তাতেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের সম্ভাব্য অবস্থান জানিয়ে দেবে গুগল৷ ব্লগস্পটে এমন দাবিই করেছে গুগল৷ সংস্থাটি বলেছে, ‘যেখানে যেখানে থাকতে পারে- গাড়ির সিটের নীচটা খুঁজেছেন, সোফার কুশনটা উল্টেপাল্টে দেখেছেন… তাও খুঁজে পাননি৷ কিন্তু আপনি যদি জানেন আপনার কম্পিউটারটি কোথায় রয়েছে তা হলে ডেস্কটপ ব্যবহার করে গুগলকে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা খুঁজে দিতে বলতে পারেন৷’ তবে একটা কথা, আপনার ফোনে গুগল অ্যাপের সর্বশেষ ভার্সনটা থাকতে হবে৷ অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আপনার ফোনটা বাজানো শুরু করে দেবে৷ একবার এই অপশনে গেলে টানা পাঁচ মিনিট ধরে বাজবে আপনার ফোন৷ আগে থেকে অবশ্য স্মার্টফোনের ফোনের লোকেশন সার্ভিসটা অন করে রাখতে হবে৷ আর এই ফিচার থাকার সুবিধা হল, ফোনটি যদি হারিয়ে ফেলে থাকেন, তা হলে ফোনটি ‘লক’ করে ফেলতে পারবেন৷ তা ছাড়া আপনার সব ডেটা ওই হ্যান্ডসেট থেকে মুছেও ফেলতে পারবেন৷ বাজারে অবশ্য অন্য অ্যাপও রয়েছে, যেটি ব্যবহার করে ফোন ট্র্যাক করা যায় এবং ফোন সঙ্গে না থাকলেও তার সব ডেটা মুছে ফেলা যায়৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here