ষ্টাফ রিপোর্টার :: এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। এ নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘যে জিনিসটা করা উচিত না একটা খেলোয়াড়ের, আমরা মনে করি সে যদি বারবার সেটা রিপিট করতে থাকে শাস্তি দেওয়ার পরেও তখন তো আমাদের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো পথ নাই।’

এরপর বিসিবির সভাপতি বললেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই। ন্যাশনাল টিমে নাই। সে জাতীয় দলে খেলতে পারবে না। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি কেউ খেলতে না পারে এর চেয়ে বেশি আর কি করতে পারব আমরা বলেন।’

আজ বৃহস্পতিবার বিকেল থেকেই হুলস্থুল বিসিবিতে। বোর্ড প্রধানের সঙ্গে এশিয়া কাপের দল ঘোষণাসহ বেশ কিছু ইস্যুতে অধিনায়ক, নির্বাচক ও পরিচালকদের সভা।

সেখানকার আলোচনার মধ্যেই এসেছে বিসিবির ই মেইল। এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দল ঘোষণায় বাদ পড়েছেন সাব্বির ও এনামুল বিজয়।

তবে পরে সংবাদ মাধ্যমকে নাজমুল হাসান পাপন যা বলেছেন, তাতে করে সাব্বিরের বাদ পড়া স্বাভাবিক ফর্মহীনতার জন্য সেটা বলার উপায় নেই।

যদিও এই দল ঘোষণায় সাব্বিরের ব্যাপারটিকে বাদ দিলেও বিস্ময় কম নেই। সেই দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডেতে রান করার পরও ইমরুল কায়েস কেন এ নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজে নেই; তার কোন ব্যাখ্যা নেই। ক্যারিবীয় সিরিজে ওয়ানডে সিরিজে ব্যর্থ এনামুলের জায়গায় লিটনের পাওয়ার ব্যাপারে কোন বিস্ময় নেই।

আয়ারল্যান্ডে এ দলের হয়ে ভাল খেলেও জায়গা হয়নি মমিনুলের। নতুন মুখ হিসেবে জায়গা নিলেন নাজমুল শান্ত ও আরিফ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here