Sany Sarker

বকখালির সমুদ্রতটে লেখা কবিতা
সানি সরকার 

এই তীব্র রশ্মিরাগের বাইরেও একটি গোলক, ও
সুবিস্তৃত জ্যোতির্মণ্ডলী না থাকার তো কোনো কারণ নেই
তা তোমাকেও বিশ্বাস করতে হবে বোধের গভীর থেকে
এবং একটি বিন্দু থেকে আরেকটিতে পৌঁছতে
নেমে যেতে হবে আরও নিচে, আরও গভীরে…
ঠিক এইখানটিতে এসে আমরা আবিষ্কার করতে পারি
কালোপর্দার ওপারটিকে, এবং এখান থেকেই
প্রত্যক্ষ করা যেতে পারে সী-বিচ, নোঙর
ও নোনতা জলের গভীরটিতে অবস্থানরত ভীতু পাখিটিকে…

ভালোবাসা, প্রিয় ভালোবাসা আমার, দ্যাখো
এই যে খুলে যাচ্ছে  বন্দরটির গেট
নাবিকের জাহাজ, আর কি চাও তুমি
আর কি বা দিতে পারেন -ও, বলো

ভালোবাসা এই শীতে তোমাকে আরেকটি রহস্যময় সমুদ্র-বৃক্ষ দ্যাখাবো…

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here