Bangladeshi spinner Arafat Sunny (L) who has been banned from bowling by the ICC for a a suspected illegal bowling action, listens to spin bowling coach Ruwan Kalpage during the team's practice session at The Chinnaswamy Stadium in Bangalore on March 20, 2016, on the eve of their World T20 cricket tournament match against Australia. / AFP / Kiran MANJUNATH        (Photo credit should read KIRAN MANJUNATH/AFP/Getty Images)

চলমান বিপিএলে আবারও অবৈধ বোলিং অ্যাকশনে সন্দেহের মাঝে পড়েছেন আরাফাত সানি। তার বিরুদ্ধে মাঠে আম্পায়ারদের অ্যাকশনের ব্যাপারে অভিযোগ রয়েছে।

গত ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে রংপুর রাইডার্সের স্পিনার সানির বোলিং নিয়ে আম্পায়ারদের এমন অভিযোগ।তার করা ১৯তম ওভারের প্রথম বলটি সন্দেহজনক বলে মনে হয়েছে মাঠে থাকা ২ আম্পায়ারের কাছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে রিপোর্ট করেছেন আম্পায়াররা এমনটাই জানিয়েছেন বিপিএল টেকনিক্যাল কমিটি ও বোলিং রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘বিপিএল শেষে আরাফাত সানির বোলিংয়ের ভিডিও পর্যবেক্ষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি-টোয়েন্টির মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন আরাফাত সানি। বোলিং নিয়ে কাজ করার পর ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়াতে পরীক্ষা দিয়ে অ্যাকশন শুধরে ফিরে আসেন মাঠে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here