সাংবাদিক সুবর্না নদী হত্যার ঘটনায় সাবেক শ্বশুর ৩ দিনের রিমান্ডেকলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: পাবনায় সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যার ঘটনায় গ্রেফতারকৃত নদীর সাবেক শ্বশুড় আবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১ এর বিচারক মো: রাশেদ হোসাইন এ আদেশ দেন।

এর আগে আসামীকে আদালতে হাজির করে মামলার অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি (তদন্ত) অরবিন্দ সরকার । আর আসামীর জামিন আবেদন করেন তার আইনজীবিরা। উভয়পক্ষের শুনানী শেষে আসামীর জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা।

ঘটনার পরদিন বুধবার নিহত সাংবাদিকের মা মজির্না বেগম বাদি হয়ে সুবর্না নদীর সাবেক শ্বশুড়-সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওইদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নদীর সাবেক শ্বশুড় আবুল হোসেনকে গ্রেপ্তার করে।

এদিকে মামলার অন্যতম আসামী নদীর সাবেক স্বামী রাজিব হোসেন এখনও পলাতক। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বেলাল হোসেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here