salমুম্বই: অস্বস্তি বাড়ল সলমন খানের। জল গড়াল শীর্ষ আদালতে। সাজা ঘোষণা হওয়ার পর অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। এবার জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। আইনজীবী অখিলেশ চৌধুরী এই জনস্বার্থ মামলা করেছেন। আবেদনে বলা হয়েছে, মুম্বই হাইকোর্ট দ্রুত এই জামিনের সিদ্ধান্ত নিয়েছে। শুনানি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ।

সলমনের চিকিৎসার কারণ দেখানোয় এই জামিন দেওয়া হয় তাঁকে। এই মামলার শুনানি হবে আগামী শুক্রবার। এদিকে, শুক্রবারের পর মুম্বই হাইকোর্টে একমাসের জন্য গরমের ছুটি পড়ে যাচ্ছে। আগামী ৭ জুন আদালত খুলবে।
হিট অ্যান্ড রান কেসে বুধবার মুম্বই দায়রা আদালত সলমন খানকে পাঁচ বছরের জেলের সাজা দেয়। এরপরই  মুম্বই আদালত অভিনেতার জামিনের আবেদন মঞ্জুর করেন। তা নিয়ে বুধবার থেকেই বিতর্ক চলছে। ২০০২ সালের ঘটনার পর ১৩ বছর ধরে চলছিল সলমনের বিরুদ্ধে এই মামলা। অবশেষে বুধবার সাজা ঘোষণা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here