জোছনায় তুমিসরলি প্রান। সরলি কথা। সরলি সুর

– স্বপন রেজা

সময় তো এখন- মুখ খুলে কথা
বলা দরকার। বাউকুড়ানি হাপিয়ে বেড়ায়
দেহ।

সময় তো এখন- জলকন্যার
অশান্ত নৃত্যভাঁজ অামার জলের অন্তর্গত
হবে।

অামার জলের অন্তর্গত হবে
অামার জলের সে পূর্বাভাষ।

অবিকল-
এমন একটি
নদী।

যেখানে জল ঘিরে
অাছে অামাকে অার জলের পূর্নতায়
জলকন্যা।

এসো! সবুজ
মাঠে- বিনাশ করি জলের
ঢেউ।

জোছনা। গৃহত্যাগী-
নির্জন। নিস্তব্ধতায় কেবল
হাতছানি।

হে অামার
জলকন্যা! তোমার সরলি
প্রানে।

সরলি
কথায়। সরলি
সুরে।

 

লেখকের ইমেইলঃ swapan.rexa@gmail.com

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here