শামসুদ্দিন হীরাকুড়ির প্রেমে আলস্য
-শামসুদ্দিন হীরা

প্রতিটা ভোর দিবসের প্রেমে তন্দ্রাতুর
প্রতিটি রাত অন্ধকারের প্রেম অভিসার;

চেয়ে দেখো মৌমাছি-ফুলের প্রেমে প্রেমাতুর
আস্ত একটা দুপুর পথিক গাছের প্রেমে ছায়ালীন
অথচ ছায়ার মতো রৌদ্রের মতো পাশাপাশি আছি
শুধু আকাশটাই নেই;

প্রেমের ক্ষমতা নিশ্চিত স্থির আকর্ষণ
স্থবির কান্না কবিতায় দীর্ঘশ্বাস বিরহ যাতনা
এসব বুঝি কাম ও কামনার বাহানা;

স্রোতহীন অকম্প নিঃশ্বাস কেবল ক্ষীণায়ু প্রত্যাশা
প্রেমের নামে অনুকম্পা ক্ষতের মতো ঘৃণ্য দুর্বিষহ
প্রেমের ভিতর কোন তল নেই শুধু গভীরে
তলিয়ে যাওয়া;

প্রেমের নেটওর্য়াক দু’জনকে কাছাকাছি রাখা
আজকাল ইথারের ও কি হয় শুধু কলড্রপ করা।

১৮/০২/১৭

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here