শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলীর লাইভ কনসার্টস্টাফ রিপোর্টার :: ১৫ জুলাই’ ২০১৭ পথচলার দুই দশক পূর্ণ করে ২১ বছরে পা রাখছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি।

২১ বছরে পদার্পণ উপলক্ষে ১৫ই জুলাই সারাদিন প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে সন্ধ্যা ৭.৩০টায় সরাসরি সম্প্রচার করা হবে ‘শর্মিলা ঠাকুর- জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট।

অনুষ্ঠানে আরও থাকবে ভারতীয় দোয়েল গোস্বামী ও বাংলাদেশের তারিন, নিপুন, নাদিয়া ও চাঁদনীর পরিবেশনা। অনুষ্ঠানটি বসুন্ধরাস্থ গুলনকশা হল থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

ফয়সাল মাহমুদ ও রুমানা আফরোজের প্রযোজনায় অনুষ্ঠানটি চলবে রাত ১১টা পর্যন্ত। উল্লেখ্য চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই লাইভ শো। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here