ডেস্ক নিউজ :: ডেস্ক নিউজ :: ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসার পর এই প্রথমবারের মতো ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন। পোপ ফ্রান্সিস বলেছেন, ‘আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও’।
শুক্রবার ঢাকায় আন্তঃধর্মীয় বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ১৮ জনের একটি দলের সঙ্গে সাক্ষাৎকালে ‘রোহিঙ্গা’শব্দটি ব্যবহার করেন পোপ ফ্রান্সিস।
এর আগে পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরের সময় রোহিঙ্গা শব্দটি একবারের জন্যেও উচ্চারণ করেননি। এ কারণে বিভিন্ন মানবাধিকার সংগঠন তার তীব্র নিন্দা করেছে।
বাংলাদেশে আসার পরেও অনেকের কৌতূহল ছিল যে তিনি রোহিঙ্গা শব্দটি বলেন কি-না। কিন্তু এশিয়া সফর শুরু করার আগে পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছিলেন।
মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের আলাদা জাতিগোষ্ঠী হিসাবে স্বীকার করে না। তাদের কাছে রোহিঙ্গারা ‘অবৈধ বাঙালি’। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। গত অগাস্ট মাসের পর থেকে ৬ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সেনাবাহিনীর এই অভিযানকে জাতিসংঘ উল্লেখ করছে জাতিগত নিধন অভিযান হিসেবে। বিবিসি
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here