SHOROTER_SHUVROTA
এক শরতের গল্প অন্য শরতে
রোকেয়া ইসলাম
 
 
বিস্মৃত প্রায় শরতের কথাই বলি আগে
ধুলো ঝেড়ে যত্ন করে ফিরে আসে
যখন নিরালা, একা ও আমি শিউলি ঝরা ভোরে
অচেনা কিশোরী;
ভেতরের সব প্রেম জড় করি সারাটা দুপুর জুড়ে…
 
নন্দনালোকে সে মস্ত এক মালা
তোমার আসবার কথা ছিল
আমার আনন্দময় বিকেলে
পরনে আকাশের এক মুঠো নীল
খোঁপায় সাদা মেঘ রঙা রোদ্দুর
সে পথ হারিয়ে বহুদূর, সিলগালা…
 
হাঁটছি, সব চেনা পথ হারিয়ে একাকি
ওই দূরে সমুদ্রের মতো কাশবন
শ্বেত সখ্য ফুলের সাথে বাতাসের মাখামাখি
যেন কতদিনের ভালোবাসাবাসির সংসার যাপন…
 
হাঁটছি, নিরেট প্রেমটুকু সম্বল
সবুজ বিকেল ছুঁয়ে ফেলে ধুসর সন্ধ্যা
তবুও সমুদ্র বুকের আলবাট্রসের দেখা নেই
দূরের কাশবন কাছে এলে বড্ড ফাঁকা
ম্লান হয়ে চেনা পোট্রেট, ম্লান এই লোটাকম্বল…
 
অতঃপর
খুলে দেওয়া স্বর্গ দ্বার ছুঁয়ে নেমে আসে দেবদূত
রাজ বাহনে শুধুই বিরহ
দেবদূতের দীর্ঘশ্বাস
বেদনায় বিদীর্ণ এই নীলাকাশ…
 
উত্তরা পেরিয়ে মিরপুর ছাড়িয়ে তুমি আসোনি
দিয়াবাড়ির এই সফেদ আমন্ত্রণে
পুরোটা শরত জুড়ে দুঃসহ প্রতীক্ষায় ছিলাম
তোমার না আসা শরত মুখ লুকিয়েছে অন্য শরতে
বুঝতেই পারিনি, ভালোবাসোনি…
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here