রায়পুরে স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ছাত্রলীগ নেতারাজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের সময় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ প্রায় সকল নেতাকর্মী পায়ে জুতা ছিল। রায়পুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগের পাশাপাশি আওয়ামীলীগের আরও কিছু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জুতা পায়ে দিয়ে শহীদ বেদিতে প্রবেশ করে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে। এ ঘটনায় স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার সকালে শ্রদ্ধা জানাতে আসা সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া বলেন, ছাত্ররাই যদি শহীদদের প্রতি অসম্মান জানায়, তাহলে তারা ভবিষ্যতে কী করবে? বিজয়স্তম্ভে জুতা পায়ে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা না অপমান করছেন বিষয়টি বুঝতে পারছি না। তবে এ ধরনের কর্মকান্ড ঠিক হয়নি।

রায়পুরে স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ছাত্রলীগ নেতারাএ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ বলেন, ফুল দেওয়ার সময় আমি জুতা খুলে স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম পাঠান বলেন, এটি আমাদের দেশ ও জাতির জন্য একটি লজ্জার ব্যাপার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা যদি জুতা পায়ে দিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে তাহলে তারা শহীদদের অবমাননা ও চরম অশ্রদ্ধা করেছে। কাজটি তাদের করা ঠিক হয় নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here