রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র  মাহফুজুর রহমান অলি হত্যা মামলায় দুলাভাইসহ দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- দুর্গাপুর উপজেলার সুকানদিঘীর গ্রামের মোজাহারের ছেলে সাহেব আলী (৪২) ও মোহনপুরের বেড়াবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মুকুল (৩০)। এছাড়া, অপর আসামী মোহনপুরের বজরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে রাসেলকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ  দেয়া হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৬এপ্রিল সাহেব আলী তার শ্যালক অলিকে অপহরণ করে তার শ্বশুরের কাছে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন রাতে  বেড়াবাড়ি গ্রামের ভুট্টাক্ষেত থেকে অলি লাশ উদ্ধার করে র‌্যাব। এঘটনায় অলির বাবা আব্দুর রব বাদী হয়ে রাজশাহীর নারী শিশু নির্যাতন আদালত-২এ একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৯জানুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাউব্যুনাল পাঠানো হয়। ৩৫জনের সাক্ষ্য শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই রায় দেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকবর হোসেন/রাজশাহী

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here