সুষমা স্বরাজস্টাফ রিপোর্টার :: মিয়ানমারের রাখাইন থেকে যারা বাংলাদেশে এসেছে, তাদের ফেরত যেতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

আজ রবিবার (২২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে চতুর্থ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, ‘রাখাইনে চলমান সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান দরকার। এই সমস্যা সমাধানের জন্য রাখাইন থেকে যারা বাংলাদেশে এসেছে, তাদের ফেরত যেতে হবে। রাখাইন সমস্যার সমাধানের জন্য সেখানকার আর্থ-সামাজিক উন্নতি দরকার। সেটি করতে ভারত তৈরি আছে।’

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।

বৈঠক শেষে তিনি বলেন,‘রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য আমরা চেষ্টা করছি যেন রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারে। সেজন্য আমি ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে।’ এসময় তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশ-ভারতের পানি সহযোগিতা নিয়ে আলোচনা

প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘পানিসম্পদ আমাদের দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপাদান হিসেবে কাজ করবে। আমরা তিস্তাসহ দুই দেশের যৌথ নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা করেছি। আমরা ভারতকে মনে করিয়ে দিয়েছি, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আমাদের দুই সরকারের সময়েই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।’

পানিবণ্টন চুক্তি বিষয়ে সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের দুই দেশের ভেতরে কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা এগুলো নিয়ে কাজ করছি।’

এর আগে বেলা পৌনে ২টার দিকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যা ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সময় রোহিঙ্গা ইস্যুসহ আরও নানা বিষয়ে আলোচনা হবে।

এছাড়া সফরকালে রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here