যেসব ব্যক্তি ৭০ পেরোনোর পরও যৌনসম্পর্ক চালিয়ে যান তাঁদের ভবিষ্যতে স্মৃতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে অন্য ব্যক্তিদের চেয়ে,বলছেন বিজ্ঞানীরা। এই বিষয়ে এক উত্তর জার্মানির বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ২০১১ সালে ৬৩-৭৫ বছরের মধ্যেও ১৭০ জন পুরুষ মহিলার উপর সমীক্ষা চালিয়েছিলেন। গবেষণায় দেখা গেছে,যৌনতৃপ্তির সঙ্গে তরুণমনস্কতার একটা সরাসরি যোগ আছে।

এই সমীক্ষায় আরোও দেখা গেছে,৬৩ বছরের ব্যক্তিদের ৫৭ শতাংশ যৌনজীবন নিয়ে সন্তুষ্ট থাকেন। আর ৭৫ বছরের ব্যক্তিদের ক্ষেত্রে সেই সংখ্যাটাই হয়ে যায় ৭০ শতাংশ। গবেষকদেও প্রধান ডঃ কুরুপ জানাচ্ছেন,একজন ২০ বছরের ব্যক্তি ভেবে নেন পঞ্চাশ পেরোনোর পর যৌনসম্পর্ক ছেড়ে দেবেন। তাঁরা যখন ৪০ বছরের হন তখন সেই বয়স হয়ে যায়৭০। আর ৫০ বছওে হয় ৮০।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here