ষ্টাফ রিপোর্টার :: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের শহর সিনসিনাটির একটি ব্যাংকের ভবনে হামলার ঘটনায় বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে সিনসিনাটির ফাউন্টেইন স্কয়ারে ‘ফিফথ থার্ড ব্যাংক’ ভবনে ওই হামলার ঘটনা ঘটে।

শহরের পুলিশপ্রধান এলিয়ট আইজ্যাক জানান, সকালের দিকে ব্যাংক ভবনের বাইরে মালপত্র আনা-নেওয়ার কাজে ব্যবহৃত চত্বরে বন্দুকধারী গুলি করতে শুরু করে। এর পরে ব্যাংকের প্রবেশপথে ঢুকে বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও গুলি চালায়। পুলিশ, নাকি নিজের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন তা স্পষ্ট নয়। ওই গোলাগুলিতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে বন্দুকধারীও ছিলেন কি না, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে নিহত একজনসহ চারজনের মৃত্যুর খবর জানায় পুলিশ।

দুটি অ্যাম্বুলেন্সকে সে সময় ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। ভবনের ভেতরে ও বাইরের লোকজন জানায়, তারা একাধারে গুলির শব্দ শুনতে পায়। সকাল ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় পুলিশ। ওই বন্দুকধারীর পরিচয় ও কী উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি।

হামলার ঘটনায় সিনসিনাটির মেয়র জন ক্র্যানলি বলেন, ফাউন্টেইন স্কয়ারে আইসক্রিম, স্যান্ডউইচ আর প্যাস্ট্রির দোকান আছে। এখানে নিরীহ জনসাধারণের ওপর ওই বন্দুকধারী গুলি চালায়। ভয়ংকর দৃশ্য।

মেয়র ক্র্যানলি আরো বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here