মাদারীপুরে বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদককে  লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

মোনাসিফ ফরাজী, মাদারীপুর প্রতিনিধি :: মাদারীপুরে লাল সবুজ স্বেচ্ছসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনারে বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টায় সদর উপজেলার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা ডিগ্রি কলেজের মিলনায়তনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ স্বেচ্ছসেবী সংগঠন এ ব্যতিক্রমী আয়োজন করে।

লাল সবুজ স্বেচ্ছসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওছার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজিবর রহমান বালী, কলেজের অধ্যক্ষ জিয়াসমিন আক্তার, সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি সোহেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রাজীব আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে কলেজের ৪ শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদকে না বলে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here