মুন্সীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পমো. সুজন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:: ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের বনসেমন্ত নবজাগরণ সংঘ ও পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপি লৌহজং উপজেলার বনসেমন্ত এলাকায় এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় প্রায় ১৫শতাধিক দুঃস্থ অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ঔষধ বিতরন করা হয়।চিকিৎসা সেবাই নিয়োজিত ছিলো পদ্মা ডায়াগনষ্টিক সেন্টার বিভিন্ন রোগের ১০জন বিশেষজ্ঞ ডাক্তার।

ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ কাইয়ুম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান, কামাল হোসেন , বাচ্চু খান, সিদ্দিক হালদার, সেলিম বেপারী প্রমুখ।

মোঃ কাইয়ুম খান জানান, পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারে পক্ষ থেকে মাতৃভাষার জন্য নিহত শহীদের স্বরণে প্রতিবছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে থাকি, এ ধারাবাহিকতায় এবছরও অনুষ্ঠিত হল, আগামীতে তা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here