রাজীব মীর

আফরোজা সোমা, সাকিরা পারভীন, শাকিল হাসান :: টাকার অংকটা আপনার কাছে অবিশ্বাস্য ঠেকছে? কিন্তু না। এটিই সত্য। মাত্র ১০ টাকা। ১০টি টাকা হলেই বেঁচে যেতে পারেন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে যুঝতে থাকা রাজীব মীর।

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক, গবেষক ও লেখক রাজীব মীর। সপ্তাহখানেক আগেই ডাক্তাররা জানিয়েছেন রাজীবের বেঁচে থাকার সম্ভাবনা আর মোটে দুই মাস।

তবে, দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রোপচার করে যদি লিভার প্রতিস্থাপন করা যায় তাহলে তিনি বাঁচবেন।

তাকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই এগিয়ে এসেছেন একজন সহৃদ ব্যক্তি। তিনি নিজের লিভারের একটি অংশ রাজীবকে দান করতে রাজী হয়েছেন। ডাক্তারেরাও প্রস্তুত। যেকোনো সময় হতে পারে অপারেশন।

কিন্তু ১০টি মোটে টাকার জন্য আটকে আছে অস্ত্রোপচার। হ্যাঁ, মোটে ১০টি টাকা।

রাজীবের অপারেশানের জন্য দরকার ৬০ লাখ টাকা। আর তার সামগ্রিক চিকিৎসা ব্যয় নির্বাহ করতে প্রয়োজন প্রায় ৯০ লাখ টাকা। এতো বিপুল অর্থ রাজীবের নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে কোনোভাবেই ব্যবস্থা করা সম্ভব নয়।

কিন্তু আপনি টাকার বিহিত করতে পারেন। আমি এই অর্থের জোগান দিতে পারি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি রাজীবের চিকিৎসার টাকাটা উঠে যাওয়া একটা সামান্য সময়ের ব্যাপার মাত্র।

সকলের প্রচেষ্টায় ইতিমধ্যেই প্রায় ৩৮ লাখ টাকা বন্দোবস্ত হয়ে গেছে। তার অপারেশনটা করতে প্রয়োজন আর মাত্র ২০-২২ লাখ টাকা।

কিন্তু আমরা আপনার কাছে এক লাখ বা ১০ হাজার বা এক হাজার টাকা চাই না। আমরা আপনার কাছে ১০টি মাত্র টাকা চাই।

রাজীবকে বাঁচানোর জন্য আপনি ১০ টাকা সাহায্য করুন। আপনার ও আমার মতন দুই লাখ মানুষ ১০ টাকা করে দিলে মাত্র এক ঘণ্টার মধ্যেই ২০ লাখ টাকা তোলা সম্ভব।

দেশের সকল তরুণ-তরুণীর কাছে আমাদের সকাতর অনুরোধ আপনার সবাই দুইটা সিঙ্গারার টাকা বাঁচিয়ে, একবেলার রিকশা ভাড়া বাঁচিয়ে, ইফতার পার্টিতে একটা ডিমের চপ কম খেয়ে রাজীবের জন্য ১০ টাকা সাহায্য করুন।

আসুন, আমরা সকলে রাজীবের ভাই হয়ে, বন্ধু হয়ে, স্বজন হয়ে, রাজীবের পাশে দাঁড়াই। আসুন, ১০টি মাত্র টাকা বিকাশ করে মুছিয়ে দিই এক মায়ের কান্নাভেজা চোখ। ১০টি মাত্র টাকা দিয়ে রাজীবের কন্যার মুখে ফিরিয়ে আনি হাসির ফল্গু ধারা।

রাজীব মীরকে অর্থ সাহায্য পাঠানোর ম্বর সমূহ:

বিকাশ নম্ব: 01792 455 828 (জান্নাত), 01748 725 599 (জান্নাত), 01711 278 526 (জান্নাত) , 01818 978 718 (সাইফুল), 01778 795 827 (বিজু), 01969 799 402 (আকিদুল); 01962 646 110 (ভূবন); 01730 995 333 (সুমন) (সব নাম্বারই পার্সোনাল)

রকেট নম্ব: 01912 678 0457 (সাইফুল), 01788 795 8297 (বিজু), 01676 713 9468 (ভূবন) ; 01969 799 4023 (আকিদুল)

ব্যাংক একাউন্ট নম্ব: Sayeda Farjana Yasmin, a/c 186.103.19648, Dutch Bangla Bank, Munshigonj Branch, Munshigonj

সৈয়দা ফারজানা ইয়াসমিন, হিসাব নম্বর: ১৬৭৭৭, ইসলামী ব্যাংক, নিউ মার্কেট শাখা, ঢাকা।

বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন এই ঠিকানায়:

A.T.M. Akhtar Uddin, 227/ 3A/ 2, Old-19, Zigatola, Dhanmondi, Dhaka,Bangladesh.

Cell: 01792455828

 

 

লেখক পরিচিতি: লেখকেরা পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণমাধ্যমকর্মী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here