ভোলা শিক্ষা-স্বাস্থ্য সহায়তা সংঘের পুরষ্কার বিতরণএম শরীফ আহমেদ, ভোলা থেকেঃ ভোলার সামাজিক সংগঠন ভোলা শিক্ষা-স্বাস্থ্য সহায়তা সংঘের উদ্যোগে ভোলার ইতিহাস ও সম্ভাবনা শীর্ষক রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬) এপ্রিল শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল) হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নেয়ামতউল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামসুল আলম।ভোলা প্রেসক্লাব আহবায়ক সাংবাদিক এম এ তাহের।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাস নন্দি, নাজিউর রহমান কলেজের বাংলা প্রভাষক জুন্নু রায়হান, জীবন পূরাণ আবৃতি একাডেমির পরিচালক মশিউর রহমান পিংকু, আবৃতি শিল্পী জাবেদ ইকবাল প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম বাহাউদ্দিন।পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে ভোলার ইতিহাস ও সম্ভাবনার উপর তিনটি গ্রুপে এ রচনা প্রতিযোগীতার আয়োজন করে এ সংগঠনটি। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। এদের মধ্যে তিন গ্রুপে মোট ৯জনকে বিজয়ী হিসেবে পুরষ্কার তুলে দেয়া হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here