চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে গত শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ভুল সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার কুমিল্লা শিক্ষা বোর্ড অব্যাহতির এ নির্দেশ দেন। অভিযুক্তরা শনিবার সকালে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় শিক্ষাবোর্ড নির্ধারিত ‘খ’ সেটের প্রশ্নের পরির্বতে ‘ক’ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেন।

কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪টি কলেজের অধীনে প্রায় দেড়হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হচ্ছেন ঐ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাকসুদুল আলম ও জেলা শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আজিজ মাহমুদ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছেন। শনিবার ইংরেজি ২য় পত্রে পরীক্ষা ছিল। কুমিল্লা শিক্ষা বোড থেকে খ সেটে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কেন্দ্রে কর্তৃপক্ষ ক সেটে পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়। বিষয়টি রোববার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে।

অভিভাবকরা জানান, তাদের সন্তানেরা এই কেন্দ্রে এইচ এসসি পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্র কর্তৃপক্ষে ভুল সেটে পরীক্ষা নেওয়ার কারণে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ ব্যাপারে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ জোবায়েদ আলী সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নী।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, অনিয়মের অভিযোগে চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা দায়িত্বহীন কাজ করেছেন। বিষয়টি দু:খজনক।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here