Marryনিউজ ডেস্ক :: ধনী ভারতীয়দের অনেকেই এখন বিদেশের মাটিতে বিয়ের অনুষ্ঠান করতে দেখা যায়৷ দক্ষিণ-পূর্ব এশিয়া , ইউরোপ এবং আমেরিকায় ইদানিং ভারতীয়দের বিয়ের আয়োজন করতে মাঝে মাঝে দেখা যায়৷

এখন বিদেশের  মাটিতে ভারতীয়দের বিয়ের বাজারের অংকটা বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার বা আড়াই লক্ষ কোটি রুপিতে দাঁড়িয়েছে৷ তাই চীনও এই বাজারে দিকে নজর দিতে চাইছে৷ চিনের মাটিতে ধনী ভারতীয়দের বিয়ের অনুষ্ঠান আয়োজন  তো করা যেতেই পারে৷

শনিবার শহরে এক অনুষ্ঠান শেষে কলকাতায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং যুইফেং জানিয়েছেন, তাদের দেশের কুনমিং, লিজিয়াং, ডালির মতো স্থান গুলিকে ভারতীয়দের বিয়ের স্থান হিসেবে তুলে ধরতে চান৷

তার বক্তব্য, বিয়ের স্থান হিসেবে যখন থাইল্যান্ড, দুবাই, মরিশাসকে বেছে নিচ্ছে তখন চীনেও বেশ কিছু শহর রয়েছে যা ভারতীয়দের আকৃষ্ট করতে পারে৷ কারণ ওই শহরগুলি যেমন রোমান্টিক তেমনই ভ্রমণের জন্য সবরকম পরিকাঠামো রয়েছে৷ এজন্য চীনের পর্যটন সংস্থার সঙ্গে এদেশের পর্যটন সংস্থার যোগাযোগ বাড়ানোর কথা বলা হয়েছে৷- ওয়েবসাইট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here