নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী এই আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশ করে আইভী বলেন, ‘আমি বলব, আপনারা বেরিয়ে আসুন। ভোট দিন। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হচ্ছে। ‘

সাংবাদিকের এক প্রশ্নে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একটু কম বলেই মনে হচ্ছে। ভোটাররা হয়তো কাজকর্ম সেরে কেন্দ্রে আসার কথা ভাবছেন।

প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য তাদের ‘নগর অভিভাবক’ নির্বাচন করছে আজ। রাতেই বেসরকারি ফলাফল ঘোষণা করার কথা রিটার্নিং কর্মকর্তার। আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।

এদিকে সকালে শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আইভী। এরপর কেন্দ্র পরিদর্শনে বের হন। পথে বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here