Top 10 criminalsনয়াদিল্লি: তালিকার নাম বিশ্বের দশ শীর্ষ অপরাধী। সেখানে দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনের ছবি থাকাটা স্বাভাবিক। কিন্তু, সেই তালিকায় যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকে! আর যদি বলা হয় এই তালিকা তৈরি করেছে খোদ গুগল! তাহলে তো চমকে যেতেই হয় বৈকি।

ঠিক এমনটাই ঘটেছে। গুগলের ফটো সার্চ ইঞ্জিনে গিয়ে ‘টপ ১০ ক্রিমিনাল’ লিখে সার্চ মারলেই অন্যান্যদের সঙ্গে তালিকায় দেখা যাচ্ছে মোদীকে। তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার আল কাপোনে-কে। ঠিক তারপরই দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে মোদীকে।

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ঝড় ওঠে। একদিকে যেমন মোদী-অনুগামীরা এই ছবি অবিলম্বে প্রত্যাহার করার দাবি তুলেছে, অন্যদিকে মোদীর সমালোচকরা এই বিষয়টিকে হাতিয়ার করে তাঁকে আক্রমণে মুখর হয়ে উঠেছে। দ্বিতীয় পক্ষের দাবি, ২০০২ সালে গুজরাতে সাম্প্রদায়িক সংঘর্ষে মোদীর ভূমিকায় প্রশ্নচিহ্ন যেমন দেখা দিয়েছিল, তেমনই সংশয় উঠেছিল মুসলিমদের প্রতি তাঁর মনোভাব নিয়েও।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here