ষ্টাফ রিপোর্টার::  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রমজান মাসেও দেশে বিনাবিচারে মানুষ হত্যা করা হচ্ছে, অথচ প্রতিটি মানুষেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু বিনা বিচারে হত্যার দেশে ঈদের আনন্দ আজ অধরা। বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এতে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের এবং ফিলিস্তিনের উপর ইসরাইলের গণহত্যা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

এ সময় পার্টির কো-চেয়ারম্যান গেলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here