টি-২০ ম্যাচে মঙ্গলবার বিকেলে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল ৫টায়। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

উভয় দলের অধিনায়কই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। স্বাগতিক হিসেবে বাংলাদেশকে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক সমীহ করলেও পরিসংখ্যানে এগিয়ে তারাই।

এরআগে পরস্পরের বিপক্ষে চারবারের মুখোমুখিতে সবক’টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। সফরকারীদের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ইনিংস ২০০৭ সালে নাইরোবিতে ৭ উইকেটে ১৬১ রান। ওই ম্যাচেই পাকিস্তানও ৫ উইকেটে সর্বোচ্চ ২০৩ রানের ইনিংস গড়ে।

এছাড়া সম্প্রতি শক্তিশালী শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে আসার মনোবল তো পাকিস্তানের সাথেই থাকবে। তবে এসবকে পেছনে ফেলে শুধুই জয়ের ভাবনা বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের মাথায়।

যেমনটি তিনি সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমরা যদি ভাল একটা শুরু করতে পারি এবং সেটি ধরে রাখতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমরা প্রতিটি ম্যাচেই জয়ের জন্য খেলব। প্রতিপক্ষ পাকিস্তান হোক কিংবা অস্ট্রেলিয়া।’

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here