কুড়িগ্রামের রৌমারী ধর্মপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবির দাঁতভাঙা সীমান্ত ফাঁড়ি থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানান হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামে ধর্মপুর সীমান্তে ১০৫৬পিলার দিয়ে রাতে গরু পারাপার করছিল পাচারকারীর দলটি। এসময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী গুটলিগাও ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই কাউয়ার চর গ্রামের বাসিন্দা টুলু (৬০) নিহত হন। আহত হন ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্যার ছেলে সিফাদ আলী (৩৫)।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here