বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতসাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের প্রধান খুঁটির (মেইন পিলার) ১৩ নম্বর উপস্তম্ভের (সাবপিলার) কাছে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের পাঁচরখি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার।

এলাকাবাসী রাখালদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকজন ব্যক্তি ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফের ৭৬ ব্যাটালিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন বলেন, “আমি ওপারে গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি।”

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান বলেন, “আমরা দুজনের নিহতের ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তখন বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত করা যাবে।”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here