relatives-crime-ed-35412ষ্টাফ রিপোর্টার :: অপরাধ করে প্রভাবশালী ব্যক্তিদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় বাড়ছে ক্ষমতাসীন ব্যক্তি কিংবা তাদের স্বজনদের নানামুখী অপরাধ –এমন মত সমাজবিজ্ঞানী ও গবেষকদের। এ ক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা।

গত ১২ অক্টোবর গুলশানের রাস্তায় ১৬ বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গুরুতর আহত হয় রিকশাচালকসহ তিনজন। পরে পুলিশ গাড়িটি আটক করলেও গাড়িচালক সাবেক এমপি’র ভাতিজাকে নিরাপদে রেখে আসে তার বাসায়।

চলতি বছরেই আওয়ামী লীগের এক নারী সংসদ সদস্যের ছেলে গভীর রাতে রাস্তায় বেপরোয়া গুলি চালালে মারা যায় দু’জন। সব শেষ গাইবান্ধায় সরকার দলের এক সংসদ সদস্যের গুলিতে এক শিশু আহত হয়।

প্রভাবশালী ব্যক্তি কিংবা তাদের স্বজনদের এ ধরনের অপরাধপ্রবণতাকে সমাজের জন্য অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানী ও গবেষকরা।

সংশ্লিষ্টরা বলছেন, এতে করে যেমন আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে তেমনি আস্থাহীনতা বাড়বে মানুষের মধ্যে।

আর সমস্যা উত্তরণে অপরাধীর পরিচয় নয়, অপরাধ বিবেচনায় আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

তারা মনে করেন, নাগরিক সচেতনতা বাড়লে এ রকম অপরাধ প্রবণতা কমে আসবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here