বাপ্পা মজুমদারের কবিতাস্টাফ রিপোর্টার :: আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের গানের মিউজিক ভিডিও কবিতা।

গেল ঈদুল ফিতরে প্রকাশ পাওয়া জনপ্রিয় এই শিল্পীর গাওয়া নতুন গান ‘কবিতা পড়া নয়-’কে নান্দনিক মিউজিক ভিডিওতে রূপ দিয়েছে তরুণ নির্মাতা শুভব্রত সরকার।

ভিডিওটির অবমুক্তি উপলক্ষে ৩ জুলাই মঙ্গলবার বিকেলে রাজধানীর এলিফেন্ট রোডস্থ জি সিরিজ স্টুডিওতে আনুষ্ঠানিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

আসরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গানটির শিল্পী বাপ্পা মজুমদার, সুরকার মেহেদী, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়াসহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘আমি তো আসলে অভিনেতা না। এখানে যতখানি ভালো লেগেছে তার সবটুকু কৃতিত্ব তরুণ নির্মাতা শুভব্রত সরকারের। এতো সুন্দর একটি গানের জন্য সঙ্গীত পরিচালক মেহেদি ভাইয়ের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘জি সিরিজকে আমি সব সময় পরিবারের মতই মনে করি। সঙ্গীতের দুঃসময়েও জি সিরিজ হাল ছাড়েননি। এই প্রতিষ্ঠানের কর্ণধার খালিদ ভাই অসাধারণ একজন সঙ্গীতপ্রেমী মানুষ। বরাবরের মতো এই কাজটির পেছনেও তার আন-রিক অনুপ্রেরণা ছিল। সবার প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

সঙ্গীত পরিচালক মেহেদি বলেন, ‘এই গানটি খুবই চমৎকার কথামালায় আবৃত। বাপ্পা মজুমদার আমাদের দেশের একজন নন্দিত সঙ্গীতশিল্পী। অসাধারণ গাওয়ার পাশাপাশি তিনি এই ভিডিওতে চমৎকার অভিনয়ও করেছেন।’

জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘ ‘‘কবিতা’’ গানটিও চমৎকার গেয়েছেন। একই সাথে এই গানের মিউজিক ভিডিওতে চমৎকার অভিনয় করেছেন। আমার তো মনে হয় এরই মধ্য দিয়ে ভবিষ্যতে তিনি অভিনয়ে নিয়মিত হতে পারেন। চমৎকার সুরায়োজনে গানটিতে প্রাণ দিয়েছেন সঙ্গীত পরিচালক মেহেদী। একইভাবে শুভব্রত সরকার অনেক প্রাণবন্ত একটি ভিডিও বানিয়েছে। সবাইকে জানাই আন-রিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’

মোরসালিন আলিফ জিয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্মাতা শুভব্রত সরকার বলেন, ‘বাপ্পা দা অসাধারণ কাজ করেছেন। আমার মনে হয়েছে উনার মধ্যে অভিনয়ের গুণটি আগে থেকেই রয়েছে। এই কাজটি করতে গিয়ে উনাকে অনেক বিরক্ত করেছি। ভিডিওটি সবার কাছে এতটুকু ভালো লাগলেই আমাদের সার্থকতা।’

বর্ণাঢ্য এ প্রকাশনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলো কবিতা শিরোনামের নতুন এই মিউজিক ভিডিও।

স্যামুয়েল হকের লেখা এ গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক মেহেদী।

দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-অগ্নিবীণার ব্যানারে প্রকাশের পরই গানটি শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। নির্মিত হয়েছে গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও ‘কবিতা’।

ভিডিওটিতে বাপ্পা মজুমদারের সাথে মডেল হয়েছেন সুস্মিতা সিনহা। ওসয়াতুন হোসনা সেরার পোশাক পরিকল্পনায় ভিডিওটির শিল্প নির্দেশনায় রয়েছেন নাজেরী সাগর। সমপ্রতি রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির চিত্রায়ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা শুভব্রত সরকার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here