বসতঘর পুড়ে ছাই হলেও অক্ষত কোরআন !মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হলেও অক্ষত রয়েছে ঘরে থাকা কোরআন শরীফ।

মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে জাহিদ মোল্লা ও তার পিতা লুৎফর মোল্লার ৩টি ঘর পুরে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে পুড়ে যাওয়া ঘরে পবিত্র কোরআন শরীফ থাকলে সেটি অক্ষত অবস্থায় রয়েছে। এমন খবর পেয়ে, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন সহায়তার আশ্বাস দিয়েছে।

ক্ষতিগ্রস্থরা জানান, রাতে ইলেকট্রিক রাইচ কুকারে রান্না করার সময় কুকারটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। চিৎকারে লোকজন আসতে আসতে আগুন সম্পূর্ন ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতেই ৩টি ঘর ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরের সকল মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here