“বৃষ্টিগন্ধা রুমাল”

-তাহমিনা শিল্পী

আনমনা এক বিকালের বৃষ্টিগন্ধা একটি রুমাল

লুকিয়ে রেখেছিলাম বুকে।

বহুকাল আগলে রেখেছিলাম আবিষ্ট মনে, পরম যত্নে।

স্বপ্নসুধায় ভরা ছিল তাই

আমার সকাল দুপুর সাঁঝ!

সেদিন দূরদর্শনের নিখোঁজ সংবাদে উঠেছে

বৃষ্টিগন্ধা রুমালটির নাম।

সেই থেকে তন্নতন্ন করে খুঁজেছি বিশ্বসংসার

তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না।

এখানে এখন তার পরশে হয় না সকাল কিংবা রাত

তারই শোকে তাই ছিড়েছে মনবীণার তার।

বুকে এখন অষ্টপ্রহর কেবল বাজে বেহাগের তান।

আহা! আমার বৃষ্টিগন্ধা রুমাল।

তুই নেই জেনেও –

রোজ তোরেই দেই দু’বেলা ধূপ-চন্দন।

 

লেখকের ইমেইল: tahmina_shilpi@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here