15বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের ফাইনালে উঠার লক্ষ্যে মঙ্গলবার  কোয়ালিফাইয়ার-১ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে খেলাটি।

ফেভারিটের তকমা নিয়ে এবারের বিপিএল শুরু করে ঢাকা। ডাবল লীগ পর্ব শেষে সেই প্রমাণও দিয়েছে তারা। ১২ খেলায় ৮ জয় ও ৪ হারে ১৬ পয়েন্ট এককভাবে টেবিলের শীর্ষে থাকে ঢাকা। ব্যাট-বল-ফিল্ডিং দিয়ে পারফরমেন্সের জোয়ারে প্রতিপক্ষকে ভাসিয়ে দেন সাকিব-মারুফরা। তাই শীর্ষ দল হিসেবেই কোয়ালিফাইয়ার-১ খেলতে নামছে ঢাকা। তাদের লক্ষ্য খুলনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া।

সোমবার অনুশীলনের আগে এমনটাই জানান ঢাকার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, ‘আমাদের ভাবনায় কালকের ম্যাচ। এই ম্যাচ আমরা জিততে চাই। ফাইনালে উঠতে হলে খুলনার বিপক্ষে জিততেই হবে। কাল যারা জিতবে তারাই ফাইনাল খেলবে। সেক্ষেত্রে ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই।’

ঢাকার মত ফেভারিটের তকমাটা গায়ে ছিলো না খুলনার। তবে অধিনায়ক মাহমুদুল্লাহ’র নৈপুণ্যে টেবিলের দ্বিতীয়স্থানে জায়গা করে নেয় খুলনা। ব্যাট-বলের পাশাপাশি বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব দিয়ে খুলনাকে কোয়ালিফাইয়ার-১ এর টিকিট দেন মাহমুদুল্লাহ। ১২ খেলায় ৭ জয় ও ৫ হারে ১৪ নিয়ে কোয়ালিফাইয়ার-১ খেলবে খুলনা। তাদেরও লক্ষ্য ফাইনাল।

ঢাকাকে আবারো হারিয়ে ফাইনালে উঠার পরিকল্পনা সাজাচ্ছে খুলনা। লীগ পর্বে দু’বারই ঢাকাকে হারিয়েছিলো খুলনা। প্রথম পর্বে ৯ রানে এবং দ্বিতীয় পর্বে ৬ উইকেটে ম্যাচ জিতে খুলনা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here