প্রবীণদের মাঝে বিটার শীতবস্ত্র বিতরণমিসু সাহা নিক্কন :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা উপকূলীয় এলাকার নদীভাঙা অসহায় ও গরীব প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি সংন্থা বিটা ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার আবদুল হাদী কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

চর আলগী ইউ.পি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও বিটা’র রামগতি শাখার প্রোজেক্ট অফিসার মো: ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল হাদী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন যোবায়ের, হেলফ এইজ এর প্রতিনিধি মাফিউল আযম।

‘ইনক্লুশন অফ ওন্ডার পিপল ইন ডিজাস্টার রেজিলিয়েন্স ইন সাউথ এশিয়া’ প্রকল্পের আওতায় এবং হেলফ এইজ এর সহযোগিতায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বিটা’র রামগতি শাখার প্রোজেক্ট অফিসার মো: ইব্রাহীম জানান, উপজেলার বড়খেরী ও চর আলগী ইউনিয়নে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করছি। এরমধ্যে বড়খেরী ও চর আলগী ইউনিয়নের ১ হাজার প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here