পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)কলিট তালুকদার, পাবনা প্রতিনিধি:: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ৪৫ জনকে প্রতিযোগিতা করতে হবে।

৯১০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪১ হাজার ৮১ জন। গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলে। আগামী ২৭ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩টি ইউনিটের মধ্যে এ-১ ইউনিটে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ৮২৭ জন, এ-২ ইউনিটে আবেদনকারী ১ হাজার ৪৬৯ জন, বি ইউনিটে আবেদনকারী ১৬ হাজার ১১৩ জন এবং সি ইউনিটে আবেদনকারী ৮ হাজার ৬৭২ জন। মোট ৪১ হাজার ৮১ জন। একটি আসনের জন্য গড়ে ৪৫.১৪ জন প্রার্থীকে প্রতিযোগিতা করতে হবে।

সি ইউনিট সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত, বি ইউনিট সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত, এ-১ ইউনিট বিকাল ৩.৩০ থেকে ৪.৩০, বি-২ ইউনিট বিকাল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd এবং pust.cloudonebd.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here