তেলের দাম বাড়লেও গণপরিবহনের ভাড়া আপাতত বাড়ছে না। পরিবহনের যাবতীয় ব্যয় বিশ্লেষণের পর ভাড়া নির্ধারণ করা হবে।

রোববার সচিবালয়ে পরিবহন সংশ্লিষ্টদের সাথে কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

তিনি বলেন, ‘আপাতত গাড়ি ভাড়া বাড়ছে না। বৈঠক থেকে ভাড়া নির্ধারণে একটি ব্যয় বিশ্লেষণ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে, বাস-ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে যানবাহনের খুচরা যন্ত্রাংশের মূল্য বৃদ্ধিকে ভাড়া বৃদ্ধির বিকল্প কারণ হিসেবে উল্লেখ করে ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়।

সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর বাসের ভাড়া বাড়ানো হয়। ওই হার অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বড় বাসের ভাড়া ১ টাকা ৬০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা করা হয়।

গত ১০ নভেম্বর প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের বিক্রয়মূল্য পাঁচ টাকা করে বাড়ানো হলে নতুন করে ভাড়া বাড়ানোর দাবি উঠে পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here