স্টাফ রিপোর্টার :: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেজ ওসমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ মঙ্গলবার দুপুরে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

এরপর সন্ধ্যায় প্রথম পদত্যাগপত্র জমা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।তার পদত্যাগের কিছু সময় পর ধর্মমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী পদত্যাগ পত্র জমা দেন।

গত ২০১৫ সালের ১৪ জুলাই চট্টগ্রাম থেকে টেকনোক্র্যাট কোটার মন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম বিএসসি। ওই দিনই নতুন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here