জাতীয় দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুলেষ্টাফ রিপোর্টার :: জাতীয় দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুলের ওপর থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সোমবার। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো খেলার লড়াইয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

২০১৪ সালের জুন মাসে বিপিএলের এন্টি-করাপশন ট্রাইবুন্যাল আশরাফুলকে ৮ বছরের নিষেধাজ্ঞা ও ১০ লাখ টাকা জরিমানা করে।

কিন্তু পরে সেপ্টেম্বরে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৫ বছরে নিয়ে আসে।

২০১৬ সাল থেকে আশরাফুল ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করলেও জাতীয় দল ও বিপিএলের জন্য তার দরজা বন্ধ ছিল।

নিষেধাজ্ঞার শেষ হলেই খেলায় নামার কথা জানিয়ে আশরাফুল গণমাধ্যমকে বলেন, ‘এবার আমি আমার পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজরে আসতে পারব। আমি এরই মধ্যে লম্বা সময়ের ট্রেনিং করেছি। ১৫ আগস্টের পর আসন্ন জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করব।

তিনি বলেন, ২০১৮ সালের ১৩ আগস্ট দিনটার জন্য আমি অপেক্ষায় আছি। এটা আসলে পাঁচ বছরের চেয়েও বেশি কিছু। যদিও আমি গত দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলেছি। এবার জাতীয় দলের জন্য চেষ্টা করার ব্যাপারে আমার আর কোন বাধা রইল না। আবারও বাংলাদেশের হয়ে খেলতে পারাটা আমার সবচেয়ে বড় অর্জন হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here